শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

খালেদা জিয়াকে সাজা দিতেই প্রধান বিচারপতি অপসারণ কিনা প্রশ্ন শামসুজ্জামান দুদুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ৯:০৫ পিএম

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার জন্যেই প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আদালতে বিচার হয়নি, কোনোভাবেও প্রমাণিত হয়নি এরপরও প্রধানমন্ত্রী বলছেন বেগম খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন। আসলে তিনি (প্রধানমন্ত্রী) নিজেই তাকে সাজা দিতে চান। আর পারলে সপ্তাহের প্রতিদিনই খালেদা জিয়াকে আদালতে বসিয়ে রাখতেন তিনি। গতকাল (বুধবার) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশের কারণে সরকার রাস্তাঘাটে গাড়ি শূন্য করে দিয়েছিল, তারপরও মানুষ হেঁটেই সমাবেশে যোগ দিয়েছে। যারা সমাবেশে পৌঁছেতে পারেনি তারা রাস্তায় ছিলো। সেদিন পুরো ঢাকা শহরটাই ছিলো বিএনপির। আর আওয়ামী লীগের সমাবেশে স্কুল, কলেজ সব বন্ধ করেও গাড়ি দিয়ে, টাকা দিয়ে, লোক ভাড়া করলেও মাঠের এক কোনাও ভরে না। তিনি বলেন, সমাবেশে বেগম খালেদা জিয়া বলেছেন, জীবনের শেষ মুহূর্তে দেশে আবারও গণতন্ত্রের শাসন দেখতে চাই। আর এ শাসন প্রতিষ্ঠায় বেগম জিয়া যে লড়াইয়ের ডাক দিয়েছেন সে লড়াইয়ে পুরুষদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিটি কর্মীই সমান সৈনিক বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহিনা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন