শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রাণঘাতী বিপজ্জনক সীমান্ত ভূমধ্যসাগর

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী বিপজ্জনক সীমান্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর ইউরোপে যাওয়ার আশায় পাড়ি দিয়ে এই সীমান্তে ৩৩ হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। গত শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ২০১৪-১৬ সাল পর্যন্ত তুরস্ককে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী ঢল সামলেছে। গ্রিস থেকে লিবিয়া উপকূল হয়ে আসা এই শরণার্থী ঢলের গ্রোত এখন কিছুটা কম। ফ্রোরেন্সের ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের অধ্যাপক ফিলিপ ফার্গেস বলেন, এই সংখ্যায় আসলে অভিবাসীদের প্রকৃত দুর্দশা পরিমাপ করা যাবে না। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন