মুমূর্ষু রোগীর কষ্ট লাঘবে চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তর্ক-বিতর্কের পর গতকাল বুধবার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পার্লামেন্টে সংশোধনীসহ স্বেচ্ছামৃত্যু বিষয়ে একটি বিল পাস হয় বলে জানিয়েছে বিবিসি। এই প্রথম দেশটির কোনো রাজ্যে স্বেচ্ছামৃত্যু বৈধতা পেল। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি স্বেচ্ছামৃত্যুর বিধান চালু করলেও আট মাস পর ক্যানাবেরার ফেডারেল কর্তৃপক্ষ তা বাতিল করে দিয়েছিল। তবে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে পাস হওয়া আইনে হস্তক্ষেপের সুযোগ থাকছে না কেন্দ্রীয় সরকারের; যে কারণে ২০১৯ সালের মাঝামাঝি থেকে গুরুতর অসুস্থ রোগীরা অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্যটিতে প্রাণঘাতী ওষুধের মাধ্যমে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাতে পারবেন। ‘তীব্র ব্যথায় কাতর’ এমন ব্যক্তিদের ক্ষেত্রেই কেবল আইনটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন