ইনকিলাব ডেস্ক : স্পেনে বিদেশি শিক্ষার্থীদের বহনকারী এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। বাসে থাকা ৫৭ শিক্ষার্থী স্পেনের ভ্যালেন্সিয়ায় এক আতশবাজি উৎসব থেকে বার্সেলোনায় ফিরে যাচ্ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের সবাই নারী। এ ছাড়া আহত ৪৩ জনের মধ্যে ২৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। যাত্রীদের সবাই ইউরোপীয় ইউনিয়নের আন্তবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিনিময় (এরাসমাস) প্রোগ্রামের শিক্ষার্থী। এখনো পর্যন্ত নিহতদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি কারণ এখনো মরদেহ চিহ্নিতকরণের কাজ চলছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, ইতালি, পেরু, বুলগেরিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ফিলিস্তিন, জাপান ও ইউক্রেনের নাগরিক ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন