দক্ষিণ কোরিয়ার পাইওংচাংয়ে আগামী বছর হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে রাশিয়ার অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ‘অভূতপূর্ব কৌশলে’ অ্যান্টি ডোপিং ব্যবস্থাপনা এড়িয়ে যাওয়ার অভিযোগে স¤প্রতি বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ার অ্যাথলেটদের অংশগ্রহণে ধারাবাহিক স্থগিতাদেশের পর এবার পুরো অলিম্পিকে দেশটির অংশগ্রহণে এ নিষেধাজ্ঞা এলো। একই অভিযোগে গত বছরের রিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিতে পারেননি রুশ অ্যাথলেটরা। গত মঙ্গলবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৈঠকে শীতকালীন অলিম্পিকে রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আগামী বছরের ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক হওয়ার কথা। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন