শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়ে অভিযুক্ত অমিতাভ

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের দিন ইডেন গার্ডেনে জাতীয় সঙ্গীত গাওয়ার পর থেকে বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না অমিতাভ বচ্চনের। কিন্তু এরই মধ্যে আবারও সেই জাতীয় সঙ্গীত ঘিরে বিতর্ক তৈরি হলো। এবার ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। প্রথমে শোনা গেল, অমিতাভ টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের দিন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ৪ কোটি টাকা নিয়েছেন! জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য টাকা চাইলেন বচ্চন? কেউ যেন মেনেই নিতে পারছিলেন না ঘটনাটি। কিন্তু বিতর্ক যেন থামছিল না। এরপর সমস্ত ভুয়া তথ্য উড়িয়ে দিয়ে সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি। অমিতাভ বচ্চন টাকার বদলে জাতীয় সঙ্গীত গাননি। এই টাকার বদলে জাতীয় সঙ্গীত গাওয়ার বিতর্কের অবসান ঘটেছে ২৪ ঘণ্টাও পেরোয়নি এরই মধ্যে নতুন অভিযোগ উঠল।
অভিযোগে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য যে সময় নির্ধারিত থাকে, তার চেয়ে অধিক সময় নিয়ে গানটি গেয়েছিলেন অমিতাভ। শুধু তাই নয়, সিন্ধ শব্দটির বদলে সিন্ধু উচ্চারণ করেছিলেন তিনি। সেই সঙ্গে দায়ক-এর বদলে নায়ক শব্দটি উচ্চারণ করেন তিনি। শুধু তাই নয়, সম্পূর্ণ গানটি তিনি নিজের তালে গেয়েছিলেন বলেও বিগ বির বিরুদ্ধে অভিযোগ। দিল্লি অশোক নগর থানায় অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়েছে। এর আগেও প্রো-কাবাডি লিগে অমিতাভের জাতীয় সঙ্গীত গাওয়ার পরও এমন বিতর্ক তৈরি হয়েছিল। এদিকে পাকিস্তানের হয়ে ওইদিন জাতীয় সঙ্গীত গাওয়া বিখ্যাত সঙ্গীত শিল্পী শাফকাত আমানত আলীর বিরুদ্ধেও পাকিস্তানে চলছে তোলপাড়। তিনিও নাকি জাতীয় সঙ্গীত ভুলভাবে গেয়ে বিশ্বমঞ্চে পাকিস্তানের অবমাননা করেছেন। টাইমস অফ ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন