শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বন্ধ হয়ে যাচ্ছে হোয়াইট হাউসে পিটিশন দায়ের

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউস বলেছে বিভিন্ন বিষয়ে জনসাধারণের পিটিশন করার জন্য তাদের যে ওয়েবসাইট আছে তা তা বন্ধ করে দেয়া হচ্ছে। তার জায়গায় নতুন সাইট চালু করা হবে জানুয়ারির শেষে। ২০১১ সালে বারাক ওবামা ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রকে সমুন্নত রাখতে উই দ্য পিপল্ নামে এই ওয়েবসাইটটি চালু করেছিল। ওয়েবসাইটটি চালু করার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক লাখের বেশি স্বাক্ষর সম্বলিত সব পিটিশন বা আবেদনের উত্তর দেওয়া হবে। কিন্তু এ বছরের জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন কোন আবেদনেই সাড়া দেয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, তারা এটা বদলে নতুন যে প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে তা অনেক কম খরচে চালানো যাবে। এতে করদাতাদের রাজস্ব তহবিল থেকে বছরে দশ লাখ ডলার বাঁচানো যাবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেছেন, ট্রাম্প প্রশাসন বিভিন্ন বিষয়ে জনগণের উদ্বেগের জবাব দেবে আগামী বছর। তারা আরও বলেছেন এ বছর যেসব বিষয়ে নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করে আবেদন করেছেন সেগুলোও তাদের তালিকায় থাকবে। বিবিসি, এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন