চলতি বছর বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন দুর্যোগে ক্ষতির পরিমাণ ৩০৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে বীমা জায়ান্ট সুইস রে। ক্ষতির এই পরিমাণ গত বছরের চেয়ে ৬৩ শতাংশ বেশি এবং গত কয়েক দশকের গড়ের অনেক উপরে। আর্থিক ক্ষতির পরিমাণ আশঙ্কাজনকহারে বাড়লেও দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যায় তেমন হেরফের নেই বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এ বছর আমেরিকা অঞ্চলেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে আছে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী কয়েকটি ঘূর্ণিঝড়ের আঘাত, মেক্সিকোতে ভূমিকম্প এবং ক্যালিফোর্নিয়ার দাবানল। দুর্যোগে এ বছর নিখোঁজ ও নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে বলেও সুইস রে-র ভাষ্য, যা ২০১৬-র কাছাকাছি। সুইস রে-র অঙ্গ প্রতিষ্ঠান সিগমার এক প্রতিবেদনে দুর্যোগের কারণে চলতি বছর ক্ষতিগ্রস্ত বীমার পরিমাণ ১৩৬ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে জানানো হয়েছে। এই অংক গত বছরের দ্বিগুণ এবং এক দশকের মধ্যে ‘তৃতীয় সর্বোচ্চ’, বলছে তারা। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন