মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদি আরবে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান অ্যামনেস্টির

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে সউদি আরবকে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে আরব সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সউদি আরব। ইয়েমেনে সউদি নেতৃত্বাধীন হস্তক্ষেপের এক বছর পূর্তিতে ব্যাপক অস্ত্র সরবরাহ বেসামরিক প্রাণহানি ঘটাচ্ছে শিরোনামে অ্যামনেস্টি এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে মানবাধিকার সংগঠনটি ইয়েমেন সংঘাতে ব্যবহারের জন্য সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করতে দুই পশ্চিমা শক্তি ও অন্যান্য দেশের প্রতি আহবান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপ-পরিচালক জেমস লিঞ্চ বলেন, সউদি আরবের কাছে সরবরাহকৃত অস্ত্রগুলো ইয়েমেনে অপরাধ কর্মকা-ে ব্যবহৃত হচ্ছে এমন তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও রিয়াদের আন্তর্জাতিক অংশীদাররা সেখানে ব্যাপকভাবে অস্ত্র পাঠাচ্ছে এবং তা সংঘাতের আগুনে ঘি ঢালছে। এছাড়া সেখানে নতুন করে অস্ত্র সরবরাহ করা হলে তা গুরুতর সংঘাতে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। অ্যামনেস্টি বলেছে, সউদি আরবের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী ওয়াশিংটন ও লন্ডন অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে যার গুরুতর অপব্যবহার হচ্ছে। ইয়াহু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন