বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সু চি দায়িত্ব নিচ্ছেন চার মন্ত্রণালয়ের

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের নতুন মন্ত্রিপরিষদে পররাষ্ট্র, জ্বালানি, শিক্ষা ও প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি। দফতর বণ্টনের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নিজস্ব প্রতিবেদকের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। এর আগে গত মঙ্গলবার সকালে পার্লামেন্টের এক অধিবেশনে ১৮ জন হবু মন্ত্রীর নাম ঘোষণা করা হয়। সু চি মন্ত্রিপরিষদে থাকছেন না বলে এর আগে এনএলডির এক মুখপাত্রের তরফে জানানো হলেও ঘোষিত তালিকায় সু চির নামটিও পাওয়া যায়। আর এরমধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রীর মন্ত্রিপরিষদে থাকা না থাকা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা গুঞ্জনের অবসান হয়। পার্লামেন্ট স্পিকার মান উইন খাইং থান ১৮ জন হবু মন্ত্রীর নাম ঘোষণা করলেও ৭০ বছর বয়সী সু চি কিংবা অন্য মন্ত্রীদের কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে তা জানাননি। আজ বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের দফতর বণ্টন করার কথা রয়েছে। তবে এরইমধ্যে বিবিসির প্রতিবেদক জোনাহ ফিশার জানিয়েছেন যে, সু চি ২১টি মন্ত্রণালয়ের মধ্যে চারটির দায়িত্বে থাকবেন। মন্ত্রিপরিষদের তালিকায় সু চিই একমাত্র নারী। এছাড়া তালিকায় সাবেক রাজবন্দি থেইন সোয়ে এবং জাতিগত গোষ্ঠীর অন্তর্ভূক্ত নাইং থেট লেউয়িনের নাম রয়েছে। আসছে এপ্রিলে সরকার গঠন করবে এনএলডি। গত নভেম্বরের নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের পর থেকে সরকার গঠন নিয়ে খুব সীমিত তথ্য জানাচ্ছে দলটি। এর আগে, এনএলডির এক মুখপাত্র জানিয়েছিলেন, সু চি মন্ত্রিপরিষদে থাকছেন না। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন