শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডেঙ্গুর প্রতিরোধ টিকা আবিষ্কার

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডেঙ্গু জ্বরকে প্রতিরোধ করার প্রাথমিক হাতিয়ার হিসেবে আবিষ্কার হলো টিকা। তা এখন মানুষকে মরণঘাতী রোগ থেকে রক্ষা করবে। বিশ্বে এই প্রথম ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ ডেন-১ আবিষ্কার হলো। এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ভাইরোলজিস্ট স্টিফেন হোয়াইটহেড ও তার সহযোগী গবেষকেরা। তাদের পরীক্ষা-নির্ভর গবেষণাপত্রটির শিরোনাম, ‘দ্য লাইভ অ্যাটেন্যুয়েটেড ডেঙ্গু ভ্যাকসিন টিভি-০০৩ এলিসিট্স কমপ্লিট প্রোটেকশান এগেনস্ট ডেঙ্গু ইন আ হিউম্যান চ্যালেঞ্জ মডেল। গবেষণাপত্রটি বেরিয়েছে বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনের সাম্প্রতিক সংখ্যায়। গবেষণাপত্রটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বে। কারণ, ডেঙ্গু শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোরই উদ্বেগের কারণই নয়, ডেঙ্গুর আতঙ্কে তটস্থ হয়ে থাকতে হয় গোটা বিশ্বকে। একেবারে হালে ডেঙ্গু মহামারী হয়ে উঠেছে পুয়ের্তো রিকোয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান জানাচ্ছে, ফি-বছর ডেঙ্গু জ্বরে বিশ্বে আক্রান্ত হচ্ছেন গড়ে ৩৯ কোটি মানুষ। পরীক্ষামূলকভাবে দেখা গেছে ডেঙ্গুর প্রতিরোধ ভ্যাকসিনটি যে মানুষগুলো ওপর প্রয়োগ করা হয়েছে তাদের ডেঙ্গু ভাইরাস কাবু করতে পারেনি। যুক্তরাষ্ট্রের দু’টি জায়গায় চালানো হয়েছে ওই পরীক্ষা। বার্লিংটনের ‘ইউনিভার্সিটি অফ ভারমন্ট কলেজ অফ মেডিসিন’ এবং বাল্টিমোরের ‘জন হপকিন্স ব্লু-মবার্গ স্কুল অফ পাবলিক হেলথে’। পরীক্ষাটি চালানো হয়েছে মোট ৪১ জনের ওপরে। তাদের মধ্যে ২১ জনের দেহে দেয়া হয়েছিল সদ্য আবিষ্কৃত ভ্যাকসিনটি। ওয়েবসইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন