ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে চলমান রাজনৈতিক সঙ্কটের উপায় বের করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মেহবুবা গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির বাসভবনে গিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে কথাবার্তা বলেন। দু’জনের মধ্যে আলোচনা শেষে মেহবুবা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। আজ পিডিপি বিধায়ক দলের বৈঠকে সরকার গড়া নিয়ে আলোচনার কথা রয়েছে। পিডিপি সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মেহবুবা রাজ্যের চলমান সঙ্কট প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং এতে তারা বেশ খুশি। সরকার গড়তে যেসব সমস্যা হচ্ছিল তা দূর হবে বলে তারা আশা প্রকাশ করছে। মেহবুবা মুফতি গতসপ্তাহেই বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজেপির দাবি, সরকার গড়তে নতুন কোনো দাবি মানা হবে না। পিডিপি-বিজেপি জোটের মধ্যে মতৈক্য হলে রাজ্যে মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন প্রয়াত মুফতি মুহাম্মদ সাঈদের কন্যা মেহবুবা মুফতি। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন