ইনকিলাব ডেস্ক : লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার জর্জ উইয়াহ। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের স্থলাভিষিক্ত হবেন উইয়াহ। গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। অক্টোবরে প্রথম দফা ভোটগ্রহণেও এগিয়ে ছিলেন সাবেক এই ফুটবলার। তবে তখন দীর্ঘ ১২ বছর লাইবেরিয়ার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা জোসেফ বোয়াকাই’র বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা ছিল না তার। প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় এই নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছিল। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন