যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বছরের করা প্রথম টুইটে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিবাদ প্রশ্রয় দেয়ার অভিযোগ তুলেছেন। বলেছেন, পাকিস্তান জঙ্গিদের আশ্রয়ের স্বর্গরাজ্য। এমন অভিযোগে বেজায় চটেছে পাকিস্তান। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড হেলে’কে। তার কাছে ট্রাম্পের এমন টুইটের জবাবে জানানো হয়েছে ক্ষোভ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন পাকিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র। রাষ্ট্রদূতের সঙ্গে কি ধরণের কথাবার্তা হয়েছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওই মুখপাত্র বলেন- আলোচনার বিষয়বস্তু নিয়ে কোন মন্তব্য করতে রাজি নই। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ প্রসঙ্গে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয় নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন