ইনকিলাব ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং-উন আভাস দিয়েছেন আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় উইন্টার অলিম্পিকে তার দেশ অংশ নিতে পারে। গত সোমবার এই প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা সত্তে¡ও কিম এমন আভাস দিলেন। উত্তর কোরীয় নেতা কিম জাতির উদ্দেশে দেয়া নববর্ষের ভাষণে বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি পিয়েওংচ্যাং উইন্টার অলিম্পিকটি সফলভাবেই অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আমরা আমাদের প্রতিনিধি পাঠানোসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে আগ্রহী। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন