শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শীতকালীন অলিম্পিকে অংশ নেবে উ.কোরিয়া

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে উত্তর কোরিয়া। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ক্রীড়া আসরে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। দুই বছর পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হলো। ২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে স¤প্রতি শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণে দেশটির শীর্ষনেতা কিম জং উনের আগ্রহের পর উত্তেজনা খানিকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়। কিমের ভাষণের পর দুই কোরিয়ার মধ্যে টেলিফোন হটলাইন ফের চালু হয়; এরপর দক্ষিণের আলোচনার প্রস্তাবে সাড়া দেয় পিয়ংইয়ং। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন