শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শীতকালীন অলিম্পিক উপলক্ষে দুই কোরিয়ার মধ্যে নতুন করে আলোচনা

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় আগামী মাসের শীতকালীন অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার খেলোয়াড়দের অংশগ্রহণ বিষয়ে সোমবার সিউল ও পিয়ংইয়ং আবারো আলোচনা শুরু করেছে। এ অলিম্পিকে অংশ নেয়ার ব্যাপারে উত্তর কোরিয়া সম্মত হওয়ার পর তারা এ আলোচনা শুরু করলো।
খবরে বলা হয়, গত সপ্তাহে উত্তর কোরিয়া পিয়ংচংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে খেলোয়াড়, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্যকে পাঠানোর ব্যাপারে সম্মত হওয়ায় তাদের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট কয়েক মাসের চরম উত্তেজনা ক্রমেই শীতল হচ্ছে। সিউলের একত্রিকরণ মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ১০ টার পরপরই অস্ত্রবিরতি পালন করা গ্রাম পানমুনজমে তারা এ আলোচনা শুরু করে। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন