শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিউলকে ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি পিয়ংইয়ংয়ের

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, শত্রুরা যদি পিয়ংইয়ংয়ের গোলন্দাজ বাহিনীকে চ্যালেঞ্জ করে তবে তার নির্মম প্রতিশোধ নেয়া হবে এবং সিউলকে ছাই ও ধ্বংসস্তূপে পরিণত করা হবে। আজ(শুক্রবার) তাজা গুলি ব্যবহার করে পরিচালিত সামরিক মহড়ায় এ কথা বলেন কিম। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই বিরুদ্ধে হামলার চালানোর অনুশীলন করা হয়েছে এ মহড়ায়। প্রেসিডেন্ট গিউনের পরিণতি ভয়াবহ হবে বলে পিয়ংইয়ংয়ের হুঁশিয়ারি উচ্চারণ করার মাত্র দু’দিনের মাথায় এ মহড়া চালানো হলো। কিমের নির্দেশ এবং তার পরিচালনায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নানা ধরনের শত শত দূরপাল্লার গোলন্দাজ ইউনিট অংশ নিয়েছে। এতে মার্কিন অপরাধ চক্র এবং পার্ক গিউন-হাইয়ের বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার অনুশীলন করা হয়েছে। মহড়ায় বজ্রপাতের মতো গোলা বর্ষিত হয়েছে । নিল প্রাসাদ নামে পরিচিত পার্কের সরকারি বাসভবনের মতো করে তৈরি লক্ষ্যবস্তুতে এ সব গোলা আঘাত করেছে। কোরিয় উপদ্বীপে মার্কিন ও সিউলের বাহিনী যখন সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে তখন এ মহড়া চালাল পিয়ংইয়ং। চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু হওয়া এ মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। ফোল ইগল নামের এ মহড়ায় ১৭ হাজার মার্কিন এবং তিন লাখ দক্ষিণ কোরিয় সেনাসহ যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী অংশগ্রহণ করছে। এ ছাড়া, এ মহড়ায় তাজা গুলিও ব্যবহার করা হচ্ছে। এ যাবৎকালের সবচেয়ে বড় এ মহড়াকে এর আগে তৃতীয়মাত্রার অভিশপ্ত উসকানি বলে মন্তব্য করেছিল উত্তর কোরিয়া। আইআরআইবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন