শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাখাইনে বৌদ্ধদের দাঙ্গা পুলিশের গুলিতে নিহত ৭

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রাখাইনে বৌদ্ধদের একটি দাঙ্গায় পুলিশ গুলি করেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন ১৩ জন। গত মঙ্গলবার দিনশেষে বৌদ্ধরা দাঙ্গা সৃষ্টি করে সরকারি একটি অফিস দখলে নেয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে নিয়ন্ত্রণ করতে গুলি ছোড়ে পুলিশ। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। পুলিশের মুখপাত্র কর্নেল মাইও সোয়ে বলেছেন, মরাউক ইউ এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে দাঙ্গা সৃষ্টি করে বৌদ্ধরা। এ সময় ৭ জন নিহত হয়েছেন। প্রায় ৫ হাজার বৌদ্ধ একটি র‌্যালিতে যোগ দেয়। এক পর্যায়ে তাতে দেখা দেয় দাঙ্গা। অপর এক খবরে বলা হয়, মিয়ানমারের রাখাইন প্রদেশে এক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিরোধপূর্ণ রাখাইনে মঙ্গলবার রাতে বৌদ্ধ আরাকানের রাজ্যের সমাপনী বার্ষিকীর এক উৎসবে জড়ো হয়েছিল স্থানীয়রা। উৎসব শেষে এটি সহিংস রুপ ধারণ করে। সরকারি ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা। রাখাইন প্রদেশের মন্ত্রী তিন মং সোয়ে বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে কোনোরকম অনুমোদন না নিয়েই সবাই জড়ো হতে পারে। প্রায় ৪ হাজার মানুষ বার্ষিক এই উৎসব শেষে সরকারি ভবনে চলে আসে। তিনি দাবি করেন, ‘প্রথমে পুলিশ রাবার বুলেট ব্যবহার করলেও কেউ যায়নি। অনেকে বন্দুক কেড়ে নেওয়ারও চেষ্টা করেছে। এরপর গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।’ স্থানীয় এমপি তুন থের সেইন বলেন, কয়েকজন আহত বিক্ষোভকারীকে রাজধানী সিতেতে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন