শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর, আর তার জনপ্রিয়তাও যথেষ্ট দুশ্চিন্তার কারণ সারকোজি

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর, আর তার জনপ্রিয়তাও যথেষ্ট দুশ্চিন্তার কারণ। এমনটা বলেছেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। লন্ডনে ফরাসি রিপাবলিকানদের একটি পার্টিতে সারকোজি জানান, যতটা জনপ্রিয়তা ট্রাম্প পান, ততটা তার প্রাপ্য নয়। বরং ধর্মীয় উসকানি দিয়ে আর অশ্লীল শব্দ ব্যবহার করে ট্রাম্প যে কথাগুলো বলেন, সেগুলো সাধারণ মানুষের মনে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। এত কিছুর পরেও ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধিটাই উদ্বেগের কারণ বলে মনে করছেন সারকোজি। সূত্র : ডেইলি ন্যাশন।
পালমিরার প্রান্তে সিরীয় বাহিনী
ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) জেহাদিদের হটিয়ে দিয়ে প্রাচীন শহর পালমিরার প্রান্তে পৌঁছে গেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার সরকারি কর্মকর্তারা ও দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে গত বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ (সানা) জানিয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাচীন পালমিরা নগরীর পুরোটা নজরে পড়ে এমন কয়েকটি পাহাড়ের দখল নিয়েছে দেশটির সেনাবাহিনী ও মিত্র বেসামরিক বাহিনী। ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রোমান নগরী পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি গেল বছরের মে মাসে দখল করে নিয়েছিল আইএস জেহাদিরা। দখলের পরপরই পালমিরার দুই হাজার বছরের পুরনো দুটি মন্দির, একটি তোরণ ও অন্য কয়েকটি স্থাপনা ধ্বংস করে দেয় চরমপন্থি জেহাদি গোষ্ঠীটি। বিবিসি, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন