শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দু’কোরিয়ার অভিন্ন পতাকা অলিম্পিকে

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে একটি ‘অভিন্ন পতাকা’ উড়াবে দুই কোরিয়া। পিয়ংইয়ংয়ের পরমাণু কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই প্রায় দুই বছরের বেশি সময় পর সরাসরি আলোচনায় গত বুধবার এ সিদ্ধান্তে উপনীত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। শুধু তা-ই নয়, অলিম্পিকে নারীদের আইস হকি প্রতিযোগিতায় দুই কোরিয়া যৌথভাবে একটি দল খেলাবে বলেও সিদ্ধান্ত হয়েছে। বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে বুধবার এ তথ্য জানানো হয়েছে। ৯-১২ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার পায়োংচাংয়ে এবারের শীতকালীন অলিম্পিক খেলার আসর বসতে যাচ্ছে। বিবিসি।

জিএসজি নাইনের শক্তি বাড়াচ্ছে জার্মানি
ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসী হামলার হুমকির বিষয়টি মাথায় রেখে জিএসজি নাইনের শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সন্ত্রাসের হুমকি মোকাবিলায় আগে থেকেই বার্লিনে কাজ করছে এই এলিট কমান্ডো ফোর্স। শক্তি বাড়াতে ইতোমধ্যে এই বাহিনীতে নতুন করে নিয়োগ শুরু করা হয়েছে। জিএসজি নাইনের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হাতে আটক কাউকে উদ্ধারে তারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। বিশেষ এই বাহিনীর সদর দফতর বনে। মূলত বার্লিনের কাছাকাছি কোথাও প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো দল তৈরি রাখতেই এই বাহিনীর শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডয়েচে ভেলে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন