সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সেনাবাহিনীর গুলিতে দুই যুবক নিহত জম্মু-কাশ্মিরে বন্ধ ইন্টারনেট স্থগিত

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে পাথর নিক্ষেপরত উত্তেজিত জনতাকে লক্ষ্য করে সেনাবাহিনীর ছোড়া গুলিতে দুই বেসামরিক নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় রাজ্যটির শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বেসামরিক হত্যার প্রতিবাদে কাশ্মির উপত্যকাজুড়ে ‘বন্ধ’ এর ডাক দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় উপত্যকার কয়েকটি অংশে মোবাইল ইন্টারনেট সার্ভিস স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। এসব এলাকার মধ্যে পুলওয়ামা, অনন্তনাগ, কুলগাম ও শোপিয়ান অন্যতম। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের একটি বহর ‘বিনা উস্কানিতে উত্তেজিত জনতার ব্যাপক পাথর নিক্ষেপের মুখে পড়ার পর আত্মরক্ষার্থে’ গুলি ছুড়েছে। ঘটনার সঙ্গে জড়িত সেনাবাহিনীর ইউনিটটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কাশ্মির পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন