বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলের নির্বাহী সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত সভাস্থলে তাদেরকে আসতে দেখা যায়।
এরইমধ্যে সভাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিদের অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে সভায় অংশগ্রহণের জন্য শুক্রবার (০২ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচয়পত্র বিতরণ করে কেন্দ্রীয় কমিটি। গভীর রাত পর্যন্ত পরিচয়পত্র সংগ্রহ করতে দেখা গেছে নেতাদের। যারা পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তাদেরকে শনিবার সকালে সভাস্থলে প্রবেশের আগে পরিচয়পত্র সংগ্রহ করতে দেখা গেছে।
এদিকে সকাল সাড়ে ১০টার মধ্যে সভাস্থলে উপস্থিত হয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া স্বাগত বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কমিটি গঠনের ২২ মাস পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক দফায় ভেন্যু পরিবর্তনের পর শেষ পর্যন্ত হোটেল লা মেরিডিয়ানে হচ্ছে এ বৈঠক। সবশেষ ২০১৬ সালের ১৯ মার্চে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন