জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদে বিএনপি ২দিনের কর্মসূচী ঘোষণা করেছেন। আগামীকাল শুক্রবার সারাদেশে বিক্ষোভ এবং শনিবার প্রবিাদ কর্মসূচি দিয়েছে দলটি। বৃহস্পতিবার রায়ের পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে আমরা আগামীকাল শুক্রবার বাদ জুমা বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করব।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বলেছেন- গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং নির্বাচন থেকে দূরে রাখতেই এই সাজা দেয়া হয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে হয়রানি করতে বেগম খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে। ###
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন