মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মায়ানমারে কাল ক্ষমতা হস্তান্তর

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মায়ানমারের ক্ষমতাধর সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হলাইং দেশকে গণতন্ত্রের পথে রাখার অঙ্গীকার করেছেন। গত কয়েক দশকের সেনা শাসনের পর অং সান সু চি’র বেসামরিক সরকার ক্ষমতা নেয়ার কয়েকদিন আগে তিনি এ অঙ্গীকার করলেন। গত রোববার মায়ানমারের সশস্ত্র বাহিনীর বার্ষিক সামরিক মহড়ায় মিন অং হলাইং বলেন, গণতন্ত্রায়নের পথে দুটি প্রধান অন্তরায় হলো আইনের শাসন মেনে না চলা ও সশস্ত্র বিদ্রোহের উপস্থিতি। এটা দেশকে গোলযোগপূর্ণ গণতন্ত্রের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, এই দুটি প্রতিবন্ধকতা সঠিকভাবে মোকাবেলা করতে পারলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। ২০১১ সাল থেকে মায়ানমারে উল্লেখযোগ্য রাজনৈতিক সংস্কার শুরু হয় এবং একটি গতিশীল দেশে পরিণত হতে সামরিক সরকারের অধীনেই বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থা থেকে উত্তরণ ঘটতে থাকে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এ নির্বাচনে সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি জয় পায়। আগামীকাল বুধবার সেনা সমর্থিত বিদায়ী প্রশাসনের কাছ থেকে ক্ষমতা নেবে সু চি’র দল। ফলে দেশটিতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক শাসনের অবসান ঘটবে। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন