শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
এতে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম-মহাসচিবরা অংশ নেবেন।
দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি হওয়ার পর এটিই প্রথম জ্যেষ্ঠ নেতাদের বৈঠক।
সকালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সন্ধ্যার এ বৈঠকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এর আগে অবশ্য শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন বিএনপির নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ এতে অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন