রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তিউনিসিয়ায় ফুটবল মাঠে সহিংসতায় ৩৮ পুলিশ আহত

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : তিউনিসিয়ায় ফুটবল লিগের একটি চরম প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই প্রতিদ্ব›দ্বী ক্লাব এসপারেন্স অব তিউনিস এবং ইতয়লি স্পোর্টিভ শেলের মধ্যে একটি ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। তখন কেউ নিহত না হলেও ৩৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসময় দর্শকরা পুলিশকে লক্ষ্য করে হাতে তৈরী বোমা, পাথর, চেয়ার, এমনকি ধাতব বস্তুও ছুঁড়ে মারে। ম্যাচে তিউনিস ৩-২ গোলে জয়লাভ করলেও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে অন্তত দুইবার খেলা বন্ধ করতে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এসপারেন্সের সমর্থকরাই মূলত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। আহতদের মধ্যে অন্তত ১৯ জন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে হয়েছে। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন