ইনকিলাব ডেস্ক : এক ছিনতাইকারী গত মঙ্গলবার মিসরের অভ্যন্তরীণ রুটের একটি বিমান ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে গিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করেছে। তবে বিমানের প্রায় সকল যাত্রীকেই দ্রুত মুক্তি দেয়া হয়েছে। মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্টএয়ারের অভ্যন্তরীণ রুটের এ ফ্লাইটটি ছিনতাই হয়। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনা সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নয়। একটি সরকারি সূত্র এএফপিকে জানায়, ছিনতাইকারী সাইপ্রসের নাগরিক এক নারীর সঙ্গে দেখা করতে চেয়েছেন, যিনি লোকটির সাবেক প্রেমিকা এবং যিনি সাইপ্রাসে বাস করেন। ইজিপ্টএয়ারের এয়ারবাস-৩২০ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় সাইপ্রসের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় লারনাকা নগরীতে অবতরণ করে। এর ২০ মিনিট আগে ছিনতাইকারী কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে। ইজিপ্টএয়ার জানিয়েছে, ছিনতাইকারী এয়ারবাস-৩২০-এ তার শরীরে বাঁধা একটি বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটানোর হুমকি দেয়। বিমানটি আবতরণের পর ফ্লাইটের চার জন বিদেশি যাত্রী ও ক্রু মেম্বাররা ছাড়া সবাইকেই নেমে যেতে দেয়া হয়। মিসরের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী শরিফ ফাতহি এক সংবাদ সম্মেলেনে বলেন, বিমানটিতে তিন যাত্রীর সঙ্গে ক্যাপ্টেন, এক কো-পাইলট, একজন এয়ার হোস্টেস ও একজন নিরাপত্তারক্ষী রয়েছেন। এর আগে ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনার পর ছিনতারীকারী ক্রু ও চার বিদেশি যাত্রীকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছিল। এরপর স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ওই উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে একটি বাসে উঠতে দেখা যায়। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন