ইনকিলাব ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্ব শহর মারদিনের শরণার্থী শিবিরে আগুনে দ্বগ্ধ হয়ে মারা গেছে তিন শিশু। আগুনে দ্বগ্ধ হয়েছে আরো ছয় শরণার্থী। নিহত তিন শিশু ও আহতরা সবাই সিরীয় নাগরিক। মঙ্গলবার শরণার্থী শিবিরে এ আগুন লাগে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রান্না যন্ত্র বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত। বিস্ফোরণের পর আগুণ দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্তত শিবিরের ত্রিশটি তাবু ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় দমকল বাহিনীর সাথে ক্যাম্প আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মিদের পাশাপাশি অংশ নেয় তুর্কি সরকারের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের কর্মীরাও। প্রায় নয় হাজার শরণার্থী আশ্রয় নেয়া শিবিরটিতে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় আগুনের ঘটনা। তুরস্কে ২৬টি শিবিরে ২ লাখ ৭২ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে গত দু বছরে। সিরীয় নাগরিক ছাড়াও ইরাক ও আফগানিস্তান থেকে আসা নাগরিকরাও বসবাস রয়েছে এসব শিবিরে। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন