বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুদিনের সফরে সউদি আরব যাচ্ছেন কাল

সন্ত্রাস ও বিনিয়োগ নিয়ে ইইউ নেতাদের সঙ্গে মোদির বৈঠক

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে বসেছেন। বৈঠকে ভারতে বিনিয়োগ বাড়ানো ও সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়গুলো স্থান পায় বলেও জানা যায়। মোদি ১৩তম ইইউ-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে অবস্থান করছেন। শহরটিতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার এক সপ্তাহ পর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। ব্রাসেলস সফরকালে মোদি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লঁদ জাঙ্কারের সঙ্গেও বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এ কর্মকর্তা আরও বলেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলার আলোকে বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিতভাবেই বৈঠকে স্থান পাবে।
উল্লেখ্য, আগামী ২ ও ৩ এপ্রিল সউদি আরব সফর করবেন মোদি। অফিসিয়াল ফেসবুকে মোদি এ ঘোষণা দেন। তিনি জানান, সউদি কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক সমপর্ক বৃদ্ধি ও জোরদার করতে চায় ভারত। যা সউদির বড় বড় ব্যবসায়ীর সাথে ভারতের উন্নয়ন কর্মকা-ে যুক্ত করা। দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি ফেসবুকে একটি স্টাটাস দেন। সউদি আরব ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারত প্রধান অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন