শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভেনেজুয়েলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলায় ৬০ দিনের জন্য অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডিক্রি জারির মাধ্যমে দুই মাসের এই জরুরি অবস্থা ঘোষণা করেন।কংগ্রেসে বিরোধী ডানপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট মাদুরো কংগ্রেসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কয়েক ঘণ্টা পূর্বে এ ঘোষণা দেয়া হয়। ডিক্রি জারির মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন এবং মুদ্রা স্থানান্তরের উপর আরো বেশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা হলো।
ভেনেজুয়েলায় বিশ্বের সর্বাধিক তেলের মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। তেলের মূল্য হ্রাসের কারণে গত ১৮ মাসে দেশটির প্রায় ৬০ শতাংশ আয় কমে গেছে। এর প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতির উপর। ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতি পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ১৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেশটির আয়ের ৯৫ শতাংশ আসে তেল রফতানি থেকে। মুদ্রাস্ফীতির ক্রমবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবারহ ঘাটতি জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ফলে হুগো শ্যাভেজ-পরবর্তী সময়ে ভেনেজুয়েলা বর্তমানে সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন