ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী গণকবর থেকে এ পর্যন্ত ৪৫টি লাশ উদ্ধার করেছে। শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রান্ত থেকে ওই গণকবরটির সন্ধান পাওয়া যায় বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে। নিহতদের অধিকাংশকেই গলা কেটে এবং গুলি করে হত্যা করা হয়েছিল বলে স্থানীয় এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এএফপি। গত বছর মে মাসে পালমিরা দখল করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসলামিক স্টেট (আইএস)। তখন সিরীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, পালমিরা দখলের প্রথম চারদিনে অন্তত চারশ’ মানুষকে হত্যা করেছে আইএস। নগরীর শত শত বছরের পুরনো স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেয় চরমপন্থি এই জঙ্গি সংগঠনটি। রুশ বিমান বাহিনীর সহায়তায় গত সপ্তাহে সিরীয় সেনাবাহিনী আইএসকে হটিয়ে পালমিরার দখল নেয়। নগরীর উত্তর-পূর্ব প্রান্তে ওই গণকবরটি খুঁজে পাওয়া গেছে। সানা, এএফপি, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন