মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফক্স মিডিয়ার কার্যালয়ে ইইউ’র অভিযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পূর্ব ঘোষণা ছাড়াই বিতর্কিত মার্কিন মিডিয়া ব্যবসায়ী রুপার্ট মার্ডকের মালিকানাধীন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইউরোপীয় কমিশন। ক্রীড়া স¤প্রচার স্বত্বের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসভঙ্গ নীতি লঙ্ঘনের সন্দেহভাজন অভিযোগ তদন্তে ‘অঘোষিত অনুসন্ধান’ চালানো হয়েছে বলে জানিয়েছে ওই কমিশন। এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ফক্স। গত মঙ্গলবার প্রকাশিত খবরে জানা যায়, ইউরোপীয় কমিশনের কমপিটিশন অথরিটি ফক্স কার্যালয়ে অভিযান চালিয়ে ক্রীড়া স¤প্রচার স্বত্ব সংক্রান্ত নথি জব্দ করে। এক বিবৃতিতে জানানো হয় স¤প্রচার স্বত্বের সঙ্গে সম্পর্কিত অন্য কোম্পানিগুলোও এই ধরনের তল্লাশির মুখে পড়েছে। বিবিসি জানিয়েছে, অন্য কোন কোম্পানিগুলোতে এবং কখন সেখানে তল্লাশি চালানো হয়েছে তা পরিষ্কার নয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন