অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের একটি বাসায় ‘বিস্ফোরণের’ পর আগুনে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগুনে পুড়ে যাওয়া ওই বাসা থেকে মঙ্গলবার ভোররাতে দুই নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ, খবর বিবিসির।
কুইন্সল্যান্ডের পুলিশ পরিদর্শক ড্যান ব্রাগ জানিয়েছেন, ‘বেশ বড় ধরনের একটি বিস্ফোরণের’ শব্দ শোনার পর প্রতিবেশীরা কর্তৃপক্ষকে খবর দেয়।
আগুন লাগার কারণ বের করতে তদন্ত অব্যাহত আছে এবং পুলিশ ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছে বলে জানিয়েছেন তিনি।
ব্রাগ আরো জানিয়েছেন, বিস্ফোরণের আগে ওই বাসা থেকে ভয়ার্ত চিৎকার শোনার কথা জানিয়েছেন প্রতিবেশীরা।
“সাহায্য চেয়ে চিৎকার শোনা গেছে, কিন্তু ঠিক কোথা থেকে ওই চিৎকারগুলো এসেছে তা নির্ধারণ করা বাকি। এ বিষয়ে নিবিড় তদন্ত করে শিগগিরই ঘটনার আদ্যোপান্ত বের করার আশা করছি আমরা,” বলেছেন তিনি।
প্রতিবেশীদের সরিয়ে নেওয়ার পর দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন