শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের পর ভানুয়াতু ও তৎসংলগ্ন অঞ্চলে সুনামির আশঙ্কা করা হলেও তা এখন অনেকখানিই কেটে গেছে বলে জানানো হয়েছে। গত রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা ২৩ মিনিটে দেশটির সানমা প্রদেশের এসপিরিতু সান্তো দ্বীপের পোর্ট অর্লি শহরের ৮১ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর দিয়েছে। সংস্থাটির ভূমিকম্পের খবর দেয়ার পর সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে, ২০ মিনিট পরই সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে বলে জানায় সতর্কতা কেন্দ্র। ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্য দ্বীপদেশগুলোর মতো ভানুয়াতুতেও প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ওয়েবসইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন