শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানের তেল রপ্তানি দ্বিগুণ

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের ৬ শক্তিধর দেশের সাথে পরমাণু বিষয়ে চুক্তি কার্যকর হওয়ায় ইরানের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দেশটির তেল রপ্তানি দৈনিক ২০ লাখ ব্যারেল ছাড়িয়েছে। গত রোববার এ তথ্য জানিয়েছেন ইরানের তেলসম্পদ মন্ত্রী বিজান জাঙ্গানে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে চুক্তি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ইরানের তেল রপ্তানি দ্বিগুণ হয়েছে। জাঙ্গানে বলেন, ‘ইরানের তেল এবং গ্যাস রপ্তানির পরিমাণ বর্তমানে দৈনিক ২০ লাখ ব্যারেলেরও বেশি। ১ মার্চ থেকে এটা প্রতিদিন আড়াই লাখ ব্যারেল করে বাড়ছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্য দেশ ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল সংরক্ষণকারী দেশ। তবে দেশটির পরমাণু ইস্যুকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন পর্যন্ত তেল রপ্তানি বিঘিœত হয়েছে। ‘তেলের দাম কমে যেতে পারে’- বিশ্ব সম্প্রদায়ের এমন উদ্বেগের মধ্যেও তেল রপ্তানি বাড়াচ্ছে ইরান। এদিকে তেলের বাজার স্থিতিশীল রাখতে তেল উৎপাদন কমানোর কথা জানিয়েছে শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সউদি আরব। শুক্রবার এক সাক্ষাৎকারে সউদি আরবের ডেপুটি প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, ইরানেরও একই পথ অনুসরণ করা উচিৎ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন