মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পরলোকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ৯:৫৭ এএম | আপডেট : ৫:২৬ পিএম, ১৮ এপ্রিল, ২০১৮

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত বারবারা বুশের শারীরিক অবস্থা গত কিছুদিন ধরেই খারাপের দিকে যাচ্ছিল। গত রোববার বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি আর চিকিৎসা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবারের একজন মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে বারবারা বুশের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

বারবারা বুশের জন্ম ১৯২৫ সালের ৮ জুন। জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তার বিয়ে হয় ১৯৪৫ সালের ৬ জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তারাই ছিলেন দীর্ঘ বিবাহিত দম্পতি।

১৯৮৯-১৯৯৩ মেয়াদে হোয়াইট হাউজে ফার্স্ট লেডি হিসেবে থাকার আট বছর পর তিনি ফিরে আসেন তার ছেলে জর্জ ডব্লিউ বুশের অভিষেক অনুষ্ঠানে। তার ছেলে পুনর্নির্বাচিত হলে চার বছর পর আরেকটি অভিষেক অনুষ্ঠানে হোয়াইট হাউজে আসেন বারবারা ‍বুশ।

বারবারা বুশের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন