ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমানবন্দরের রানওয়েতে গত সোমবার রাতে দু’টি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাটিক এয়ার বোয়িং ৭৩৭ নামের একটি বিমান ৫৬ জন যাত্রী নিয়ে উড্ডয়নের সময় রানওয়েতে অবস্থানরত একটি অভ্যন্তরীণ রুটের ছোট বিমানের পাখার সাথে ধাক্কা খায় এবং একটি বিমানে আগুন ধরে যায়। ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে সরিয়ে নেয়া হয়েছে। একজন অবসরপ্রাপ্ত এভিয়েশন কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের চিত্র দেখে মনে হয়েছে দুর্ঘটনাটি মারাত্মক আকারের হতে পারতো। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন