শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বসনিয়ায় আবারো গণকবরের সন্ধান

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপের বড় ক্ষত বসনিয়া গণহত্যার ২১ বছর পরও সাত হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তাদের বেশিরভাগই বসনিয়াক। এ তথ্য নিশ্চিত করেছেন ইনসটিট্যুট ফর মিসিং পার্সনস অব বসনিয়া হারজেগোভিনার মুখপাত্র লেজলা সেনজিক। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত পাঁচশ গণকবর এখনও খোড়াই হয়নি। ধারণা করা হচ্ছে সে সব কবরে যাদের মাটি চাপা দেয়া হয়েছে তাদের সকলেই বসনিয়াক। এসব গণকবরের সন্ধান পাওয়া গেছে প্রিজেডর ও গ্রেব্রিনিকায়। মাইনফিল্ড খোদকরা এসব গণকবরের সন্ধান পেয়েছেন। সেনজিক বলেন, গণকবর ছাড়াও আরও অনেক একক কবর রয়েছে। যারা গণহত্যার মতো অপকর্মটি করেছেন তাদের সন্ধান কেবল তারাই দিতে পারেন। তাদের চেতনা এখনো ফিরেনি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন