শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নিউ ইয়র্কে ঘণ্টায় ১৫ ডলার মজুরি নির্ধারণ

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৫ ডলার (এক হাজার ১৭৫ টাকা) করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে গত শুক্রবার স্থানীয় আইনপ্রণেতারা একটি বাজেট চুক্তিতে একমত হন। মজুরি বাড়ানো রাজ্যগুলোর মধ্যে নিউ ইয়র্ক দ্বিতীয়। ক্রমান্বয়ে এই মজুরি বাড়ানো হবে। এর আগে বুধবার ক্যালিফোর্নিয়াতে ন্যূনতম মজুরি ১৫ ডলার নির্ধারণ করা হয়। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ২০১৬-১৭ বাজেট সেশনে নতুন এ মজুরির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ধীরে ধীরে এর পরিমাণ বাড়ানো হবে। বর্তমানে নিউ ইয়র্কে ন্যূনতম মজুরি ৯ ডলার। বড় ব্যবসার কেন্দগুলোতে আগামী তিন বছরের ধীরে ধীরে এই মজুরি বাড়ানো হবে। আর ছোট ব্যবসার ক্ষেত্রে চার বছরের মধ্যে। এই মজুরি বৃদ্ধির ফলে উপকৃত হবে শহরটির প্রায় ২০ লাখ শ্রমিক। ডিপিএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন