ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ ওবায়েদ বিন দাগর। দেশটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন লে. জেনারেল আলী মোহসেন আল আহমার। গত সোমবার তাদের নিয়োগ দেয়া হয়। ওই দুইজনকে নিয়োগ দেয়ার পর প্রেসিডেন্ট মনসুর হাদি এক বিবৃতিতে বলেছেন, এই নিয়োগ দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তার সরকারকে আরো শক্তিশালী করবে। এই নতুন নিয়োগকে সউদি আরব ও উপসাগরীয় দেশগুলো সমর্থন করেছে বলেও তিনি জানিয়েছেন। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন