ইনকিলাব ডেস্ক : সাজানো বন্দুকযুদ্ধে হত্যার দায়ে ভারতে ৪৭ পুলিশের যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে। ২৫ বছর আগে দেশটির উত্তর প্রদেশে ১০ শিখ ধর্মাবলম্বীকে সাজানো বন্দুকযুদ্ধ হত্যা মামলায় ৪৭ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। সোমবার দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি আদালত ওই রায় দেয়। সেইসঙ্গে ওই ১০ জনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। ওই ঘটনার চার বছর পর ৫৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বিচার চলাকালীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়। ১৯৯১ সালে উত্তর প্রদেশের লাখনৌর পিলিভিতে ১০ শিখ ধর্মাবলম্বীকে বাস থেকে নামিয়ে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তিন ধাপে গুলি করে হত্যা করা হয়। পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন