ভারতে প্রতি বছর অসংখ্য শিশু নিখোঁজ হয়। ১৩০ কোটি জনসংখ্যার এই দেশে নিখোঁজদের খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য পুলিশ-প্রশাসনের জন্য। এবার সেই সমস্যার সমাধান হিসেবে এসেছে একটি সফটওয়্যার। নোবেলজয়ী সমাজসেবী কৈলাশ সত্যার্থীর সংগঠন বচপন বাঁচাও আন্দোলনের (বিবিএ) তৈরি এফআরএস সফটওয়্যার ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ। মাত্র চার দিনে (গত ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল) ভারতের রাজধানী শহরে সন্ধান মিলেছে ২৯৩০ জন নিখোঁজ শিশুর। ১০ এপ্রিল কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে নিখোঁজ শিশু শনাক্তকরণের এই তথ্য পেশ করেছে পুলিশ। খোঁজখবর নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়াই এখন পুলিশের প্রধান কাজ। নিরাপত্তার স্বার্থে এই সফটওয়্যারের খুঁটিনাটি জানানো হয়নি। তবে বর্তমানে এই সফটওয়্যারের ব্যবহার হচ্ছে দু›টি পদ্ধতিতে - জিওমেট্রিক ও ফোটোমেট্রিক। জিওমেট্রিক পদ্ধতি মূলত অবয়ব-নির্ভর। মুখমন্ডলের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দু’টি ছবির বাহ্যিক অবয়ব ও প্রতিটি প্রত্যঙ্গের বৈশিষ্ট ও তাদের মধ্যে ব্যবধান পরীক্ষা করে সিদ্ধান্ত নেয় এটি। অন্যদিকে, ফোটোমেট্রিক পদ্ধতিও একটি সমাধান পদ্ধতি। এতে নিখোঁজ শিশুর ছবিটিকে পিক্সেলে ভাগ করা হয়। এবার অপর ছবিটিকে একইভাবে পিক্সেল আকারে টুকরো টুকরো করে সেই পিক্সেল-তথ্য যাচাই করা হয়। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন