শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অন্ধ্রে ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯ বজ্রপাত, নিহত ৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ভারতে দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে মাত্র ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯ টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এত বেশি সংখ্যক বজ্রপাত সচরাচর দেখা যায় না। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এমনটি হয়েছে। গত মঙ্গলবার থেকে রাজ্যটিতে বজ্রপাতে ৯ বছরের এক বালিকাসহ ৯ জন মারা গেছে। ভারি বর্ষা মৌসুমে ভারতে প্রায়ই বজ্রপাত হয়। সাধারণত জুন থেকে বর্ষাকাল শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত থাকে। তাছাড়া, ভারতের বিশেষ করে অন্ধ্র প্রদেশে বর্ষা শুরুর আগে থেকেই সাধারণত মুহুর্মূহ বিদ্যুৎ চমকায় বলে বিবিসিকে জানিয়েছেন রাজ্যের জরুরি সেবা কেন্দ্র পরিচালনাকারী কর্মকর্তা কিষাণ শঙ্কু। এ রাজ্যে গত মঙ্গলবার বজ্রপাতের যে রেকর্ড করা হয়েছে তা একেবারেই ব্যতিক্রমী। কারণ, রাজ্যটিতে গতবছরের বজ্রপাতের রেকর্ডে দেখা গেছে, পুরো মে মাস জুড়ে সেখানে ৩০ হাজারটি বজ্রপাত ঘটেছে। বিজ্ঞানীরা অনেকেই মনে করেন বিশ্ব উষ্ণায়নের ফলে সামনের দিনগুলোতে বজ্রপাত আরো বেশি বাড়বে। অন্ধ্র প্রদেশের উত্তরাঞ্চলীয় উপকূলেই বজ্রপাত হয় বেশি। ওই এলাকায় প্রায়ই ভারি বৃষ্টিপাত হয়। এ বছর আরব সাগরের ঠান্ডা বাতাস আর উত্তর ভারতের উষ্ণ বাতাসের সংমিশ্রণে মেঘের ঘনঘটা বেড়ে যাওয়ায় রাজ্যে বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসাব মতে, ভারতে ২০০৫ সাল থেকে প্রতিবছর বজ্রপাতে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২০১৬ সালের জুনে বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বজ্রপাতে ৯৩ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এনডিটিভি, বিবিসি।
যৌন নিগ্রহকে পাপ মনে করতেন না আসারাম বাপু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন