ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু ও আট জন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।’
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি প্রাকৃতিক এই দুর্যোগে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সূত্র : সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন