যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলের একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় নয়জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রশাসন ও সংবাদমাধ্যম।
বুধবার (২ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর সাভানাহের স্থানীয় এয়ারপোর্টের কাছে মহাসড়কের পার্শ্ববর্তী সমতলভূমিতে এ দুর্ঘটনা ঘটে।
সি-১৩০ কার্গো প্লেনটি পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্গত ছিল। এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল বলে দেশটির ন্যাশনাল গার্ড দাবি করছে।
প্রাথমিকভাবে বলা পাঁচজন নিহত হবার কথা বলা হয়েছিল।
এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ন্যাশনাল গার্ডের নারী এবং পুরুষ সদস্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনায় দয়া করে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন