শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অভিবাসী সংকট ইস্যুতে গ্রিস যাচ্ছেন পোপ

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপে অভিবাসী সংকট ইস্যুতে আগামী ১৪ এপ্রিল গ্রিসে যাচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় খিস্ট্রান ধর্মীয় নেতা ও ভ্যাটিকান সিটি প্রধান পোপ ফ্রান্সিস। গ্রিক সরকারের বরাত দিয়ে গতকাল বুধবার (০৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। গত বছর গ্রিসের লেসবস ও অ্যাজিয়ান দ্বীপে আশ্রয় নেওয়া হাজার-হাজার শরণার্থী ও অভিবাসীদের খোঁজ-খবর নিতে তিনি দুদিনের সফরে যাচ্ছেন বলে গ্রিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে। লেসবস পরিদর্শনকালে পোপ ফ্রান্সিসের সঙ্গে থাকবেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস, দেশটির ধর্মীয় নেতা একুমেনিক্যাল প্যাট্রিয়ার্চ বার্থলোমিউসহ শীর্ষ কর্তারা। ভূমধ্যসাগরী অঞ্চলের দেশগুলো থেকে উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপে পাড়ি জমানো অভিবাসী ও শরণার্থীদের যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তা খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ক্ষতিক্ষর প্রভাব পড়ছে। আর সেই চিত্র বিশ্বাবাসীর নজরে আনতেই পোপ এ সফরে যাচ্ছেন বলে গ্রিক চার্চের পক্ষ থেকে জানানো হয়। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন