সম্প্রতি পুরুষের পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভারতের নয়াদিল্লী পর্যন্ত এক স্ত্রীলোক বিমান যাত্রা করেছেন। বিষয়টি নয়াদিল্লীর এক বিমান বন্দরে ধরা পড়ে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এখন তদন্ত করে দেখছে যে কিভাবে একজন নারী তার স্বামীর পাসপোর্ট দেখিয়ে চার হাজার দুশো মাইল পথ পাড়ি দিয়ে ম্যানচেস্টার থেকে দিল্লী চলে গেলো। যদিও ওই নারীর আত্মীয়দের একজন বলছেন ভুলবশত স্বামীর পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলেন তিনি। ব্যবসায়িক কাজে তিনি দিল্লী যাচ্ছিলেন। পরিবারের সদস্যরা বলছেন ইমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজে তিনি চেক ইন করার সময় বিষয়টি ধরা পড়েনি। মূলত দিল্লীতে পৌঁছানোর পরই তিনি ভুলটি বুঝতে পারেন। এয়ারলাইন্স ইতঃমধ্যেই এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে যে এক্ষেত্রে তাদের স্বাভাবিক উচ্চ মান অনুসরণ করা হয়নি। গীতা মোধা নামে ওই যাত্রীর একজন আত্মীয় বলছেন দিল্লী পৌঁছানোর পর ইমিগ্রেশন ফরম পূরণের সময় তিনি ভুলটি বুঝতে পারেন।পরে তাকে ভারতে আর ঢুকতে দেয়নি ইমিগ্রেশন এবং পরের ফ্লাইটে তাকে দুবাইতে ফেরত পাঠানো হয়। রয়টার্স, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন