শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অবৈধ টাকার নিরাপদ ব্যাংকিংয়ের খোঁজেই বিশ্বব্যাপী অর্থ পাচার হয়

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পানামার ল ফার্ম মোস্যাক ফনসেকার ফাঁস হয়ে যাওয়া নথিতে এখন পর্যন্ত ১২ জন বিশ্ব নেতার নাম উঠে এসেছে। এদের কেউ কেউ অফশোর লেনদেনে সরাসরি জড়িত, আবার অনেকের ঘনিষ্ঠ স্বজনদেরও নাম উঠে এসেছে। যদিও এসব বিশ্ব নেতাদের সবাই কোনও ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। নথিতে নাম থাকা অনেকের বিরুদ্ধে কোনও অবৈধ বা অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকার কোনও প্রমাণও নেই। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) পানামা নথি প্রকাশ করে। তাদের দাবি, এ নথিতে বিশ্বের ১৪০ জন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের গোপন অফশোর সেবার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ রাখার গোপন তথ্য আছে। মোস্যাক ফনসেকা অফশোর সেবায় বিশ্বের চতুর্থ বড় প্রতিষ্ঠান। বলা হচ্ছে, অফশোরে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মধ্য দিয়ে মোসাক ফনসেকা গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের করফাঁকিতে সহায়তা করেছে। সাবেক ও বরতমান বিশ্ব নেতা মিলিয়ে নথিতে আছে আইসল্যান্ড ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামসহ ইউক্রেইনের প্রেসিডেন্ট এবং সউদি আরবের বাদশাহও। এইদকে, পানামা পেপারস নামে পরিচিত দলিলপত্র ফাঁস হওয়ার পর ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের কর ফাঁকির প্রতিবাদে পশ্চিমা বিশ্বে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। গোপন দলিলে এটিও এসেছে যে কর ফাঁকি দেওয়ার জন্য বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রয়াত বাবা বিদেশে অর্থ গোপন করেছেন। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন