বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

খালেদা জিয়াকে বন্দি রাখা মানবাধিকারের লঙ্ঘন : ডা. শাহাদাত

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

 

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশে আইনের শাসন নেই, মানবাধিকার নেই। এই কারণে বিএনপি চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এই সরকার আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং মানবাধিকারকে চরমভাবে কলঙ্কিত করেছে। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহŸান জানান। তিনি গতকাল (মঙ্গলবার) নগরীর কোর্ট হিল চত্বরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চ’-এর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মঞ্চের প্রধান সমন্বয়কারী এডভোকেট এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং এডভোকেট মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, সিনিয়র আইনজীবী তারিক আহমেদ, এসএম আবুল হাসান, এডভোকেট আবদুল হালেক শাহাজান, নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কমরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন